এই আমি নই সেই আমি Poem by Goutam Chakraborty

এই আমি নই সেই আমি

এই আমি নই সেই আমি
হুয়ান রামোন হিমেনেজ
ভাষান্তরঃ গৌতম চক্রবর্তী

এই দেহ মাঝে
আমি বসে একা
দেহ ছেড়ে পাশে
দেখি বসে তুই।

একা একা শুধু
থাকা যায় নাকি
মাঝে মাঝে তাই
তোকে চেয়ে দেখি।

বেশি কথা শুধু
আমি বলে যাই
শুনে যাস তুই
চুপ করে তাই।

আমি যদি রাগে
নীল হয়ে যাই
ক্ষমা করে দিস
বার বার ভাই।

আমি যেই পথ
চলে যাই ছেড়ে
সেই পথে তুই
কেন যাস ওরে।

তুলে নিতে যদি
যম কাছে আসে
দেখি তোর মুখ
আছে তার পাশে।

এই আমি নই সেই আমি
This is a translation of the poem I Am Not I by Juan Ramón Jiménez
Thursday, March 16, 2023
POET'S NOTES ABOUT THE POEM
Bengali version
COMMENTS OF THE POEM
Close
Error Success