আমি প্রেমের পথের পথিক/ I Am A Traveler Of Love Path Poem by Rhymer Rhymer

আমি প্রেমের পথের পথিক/ I Am A Traveler Of Love Path

Rating: 5.0

"হে বেলাল জেনেরেখো। জেনেরেখো, যারা আমার হারিয়ে যাওয়া ছুন্নতকে জাগিয়ে তুলবে এবং নিজেদের জীবনে আমল করবে, তারা এমন হবে যেন তারা আমার জমানায় জীবিত ছিল"
(বই সিরাতল মুস্তাকিম / দারুল হাবিব খঙ্কাহ)
প্রেমও এক পাগলামি
কোন প্রেম? কার প্রেম?
পাগল না হলে কি মিলে?
লাইলিকে
নামী দামীরা শুনুনঃ
তিনি আল্লাহর পথে ডাকলেন
সে যুগেও ছিল দামি পোশাকের নামী মানুষ
তারা বলল এ এক পাগল
এক আল্লাহ য় বিশ্বাস
সার্বভৌমত্ব তো মানুষের ভোটে
হাসি ঠাট্টা
মানলেন না তিনি
দেখানো হল প্রলোভনঃ
দিতে চাওয়া হল রাজ মুকুট
ধন সম্পদ এর সব থেকে সুন্দরী নারী
সত্যবাদী ছিলেন বলে তার কথার দাম ছিল
তিনি নিজেকে যখন ই প্রেরিত নবী দাবি করলেন
সমর্থন কমে গেল
সমাজে ভারসাম্য ছিল না তাই সত্যবাদী কে চিনলও না
হাহ জনগন ই ক্ষমতার উৎস
এক বিরাট শিরক
কিন্তু যেহেতু রাজনীতিও ছিল কেন্দ্র চুত্ত
তখনো রাজনীতি ছিল ছিলনা এযুগের মতো রাজনৈতিক প্রজ্ঞা...
সখী পাগল কারে কয়
সবতেই দেখি সম্ভাবনাময়
স্বার্থের হানিতে শুধু নয় ছয়
কোন পাগল কক্ষনো নিজেকে বেহাল ভাবে না
কাজেই কে সুস্থ আর কে পাগল বলা মুস্কিল থা...
যার কেন্দ্র ঠিক নেই সেই পাগল
কেন্দ্র ঠিক না থাকলে ভারসাম্য নেই
আবার পাগল কক্ষনো নিজের ভারসাম্য নিয়ে ভাবে না
জীবনজগতে অনেকের ই ভারসাম্য নেই
এমন ভারসাম্যহীন একদল ছুটে চলে টাকার পিছু
প্রয়োজন নয় যেন টাকার জন্য টাকা
কেন্দ্র ঠিক তবুও কিছু লোকদেখানো ছকে চলে
সখী পাগল কাহাকে বলে?
খুব নামাজি হাজি সাব গাজী সাব
মউলোভী সুফি সাব খুব দান্সাদকা দেয়
সবতেই মানে
এদের নামাজে আব্দ আর মাবুদ কি এক হয়ে যায়?
এহ্রাম বাঁধা পর থেকে হাজি কি নিজেকে মুর্দা ভাবছে?
নামাজ এর হজ কাছাকাছি আল্লাহ হু আকবর এই তো লাব্বায়েক হয় বান্দা মাবুদের সামনে...
জীবন স্রোতের সাথে সম্পর্ক টুটে গেছে কি
হালাল রুজি আছে কি যা ইবাদতের শর্ত
মাসজিদে তিল ধরার ঠাই নাই
বাস্তব জীবনের সাথে এর মিল নাই
ধর্ম আছে বোধ নাই
ধর্ম স্বভাব বা প্রকৃতি যা পানির বা বাতাসেরও আছে
আগুনেরও ধর্ম আছে
মানব ধর্ম হল প্রেম
এই প্রেম ই কেন্দ্রের দিকে স্থির রাখে
এবার বলুন তো সুস্থ কে কে আর পাগল কে? ?

Thursday, November 15, 2018
Topic(s) of this poem: love and life
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 15 November 2018

So lets be insane in love for the sake of GOD! ///nice writings

0 0 Reply
Rus Mer 15 November 2018

থানক্স আ লত ফর কিন রিদিং

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success