বৃষ্টি পড়ে (Rain Falls) - Language: Bengali (Scribed In Roman Alphabet) Poem by Malabika Ray Choudhury

বৃষ্টি পড়ে (Rain Falls) - Language: Bengali (Scribed In Roman Alphabet)

Rating: 5.0

বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি,
অঝোরধারে বৃষ্টি পড়ে আজ সকালে -
পড়ছে আমার জুঁইয়ের ওপর, গোলাপ পাপড়িতে,
ঝাউয়ের চূড়ায়, পাতায় পাতায়, ডালে ডালে।
মেপল গাছের পাতায় পাতায় বৃষ্টি ঝরে,
গানের সুরে,
আজ সকালে!

আকাশে মেঘ, বাতাস কোমল,
ঘাস আনন্দে সবুজ,
পাখীরা আছে নীড়ে তাদের,
মানুষ তাদের নীড়ে,
বৃষ্টিভেজা সকাল বেলা,
মন কেমন করে।

বিশাল বিশাল বাড়ীগুলো কেমন নুয়ে আছে,
প্রকৃতির এই মোহিনী খেলার মাঝে।
একা বসে জানালাধারে,
মন কেমন করে।

কেন মনে হয় বসেই থাকি,
কি বা আমার কাজ,  
বৃষ্টি পড়ে ঝরো ঝরো, মনকে কাঁপায় থরো থরো,
নিরন্তর,
ভাবনাগুলো পাখা মেলে
উড়ে বেড়ায় আজ,
মন কেমন করে।

মনে হয় যে হারিয়ে যাই, কোন সে দূরের পানে,
ভেজা ভেজা দিনগুলো সব,
ভিড় করে আসে প্রাণে।
বাদলা দিনের স্মৃতিগুলো বড়োই আপন,
হারিয়ে যাওয়ার দিনগুলো বড়োই প্রিয়,
মন কেমন করে।
আজ সকালে!


Scribed in Roman Alphabet:

Brishti, brishti, brishti,
Ojhordhare brishti pore aj sokale,
Porchhe amar juier opor, golap paprite,
Jhauer churai, patai patai, dale dale.
Maple gachher patai patai brishti jhore,
Ganer sure,
Aj sokale!

Akashe megh, batas komal,
Ghas anonde sabuj,
Pakhira achhe nire tader,
Manush tader nire,
Brishtibheja sakal bela,
Mon kemon kore!

Bishal bishal barigulo kemon nuye achhe,
Prakritir ei mohini khelar majhe.
Eka bose janala dhare,
Mon kemon kore!

Keno mone hoi boshei thaki,
Ki ba amar kaj,
Brishti pore jhoro jhoro, monke kapai thoro thoro,
Nirantoro,
Bhabnagulo pakha mele
Ure berai aj,
Mon kemon kore!

Mone hoi je hariye jai, kon se durer pane,
Bheja bheja dingulo sob,
Bhir kore ase prane.
Badla diner smritigulo boroi apon,
Hariye jaoar dingulo boroi priyo,
Mon kemon kore,
Aj Sokale!

Wednesday, August 8, 2018
Topic(s) of this poem: memory,nature
COMMENTS OF THE POEM
Kumarmani Mahakul 17 August 2018

A fantastic expression has been made on nature, rain and memories having nice penmanship. Each ans every line is interesting to read. I want to cite few lines here...... আকাশে মেঘ, বাতাস কোমল, ঘাস আনন্দে সবুজ, পাখীরা আছে নীড়ে তাদের, মানুষ তাদের নীড়ে, বৃষ্টিভেজা সকাল বেলা, মন কেমন করে। Thanks for sharing.10

1 0 Reply
Malabika Ray Choudhury 11 September 2018

Thank you so much. It was a rainy day in Toronto, Canada. I sat outside in my patio watching rain! It was a lovely experience!

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success