সুফি সম্রাট/ Sufi Somrat Poem by Rhymer Rhymer

সুফি সম্রাট/ Sufi Somrat

Rating: 5.0

আমার প্রচুর ধন্সম্পদ চাই
অমুক নারীকে চাই
অমুককে বসে আনতে চাই
অমুকের ধন সম্পদ দখল করতে চাই
সস্তায় আধ্যাত্মিক শক্তি অর্জন করতে চাই
তাই সুফি সম্রাটের কাছে যাই।
বাহ কি দাবি।
এরা সুফি সম্রাটদের কাছে যায়
কি পায় তা কি দ্বীন সম্মত
যার কাছে যায় তারা কি শরিয়ত মানে
এরাই সুফিসম্রাট...
কিছু আমল করলে কিছু ফল অবশ্যই পাবেন
জাদু টোনা আর ভেল্কিবাজির অভাব নেই
এমনকি নফসের সাধনা করে আগুন পানির উপর দিয়ে হেঁটে যায়
জীন শয়তান ও তেম্নিতর চলে
তাই কি তারা আদর্শ হতে পারে
আদর্শ কোরআন আর রাসুল সঃ এর জীবন জিন্দিগি

তথাকথিত পীর কিছুই না
তথাকথিতদের পরিহার করুন
কামেল আর মকাম্মেল ওয়ালী কখনো অবৈধ পথ বাতলে দিবেনা
তারা শক্তির প্রদর্শন করবে না
তারা সুফিসম্রাট লিখে ঝুলিয়ে দিবেনা
অথচ এমন দু একজন আছেন
সয়ং খিজির আঃ তাদের দরবারে এসে কথা বলে যান...

চার স্তরে হুজুর সঃ এর আদর্শ অনুসরণ
১। আশশরিয়াতো আকওয়ালি/ তার হুকুম আহকাম মানা
২। আত্তারিকাতো আফ্বালি / তার কর্ম বা কাজ সমুহ করা
৩। আল হাকিকাতো আহ্বালি / তার হাকিকত বা প্রেমচ্ছাসে চলা
৪।আল মারিফাতো আস্রারি / তার মারিফাতে চলা

এর বাইরে কি ফকিরি বা সুফিগিরি আছে? ?
আর আমজনতা না বুঝে কাদের পিছে ঘোরে
৪ পথ হচ্ছে ৫ আঙ্গুলের মতো
পথ খোঁজা হলও শরিয়ত
পথ টা হল তরিকত
পথ বুঝে চলা হল হাকিকত
আর যা খুঁজার জন্য পথ হাঁটছেন তা মারেফাত

তরিকাত এর বিদ্যা বা পুস্তক ছিনা বাছিনা
এ পুস্তক দেখানো যায় না কিন্তু অনুভব করা যায়
পথের মুরশিদ হুজুর সঃ
মুস্লিম মুমিন হয়ে এ পথে ঢুঁকে
সব মুস্লিম মুমিন নয়
আর মুমিন সাধনা করে হতে হয়
বলা আছে জামানার ইমাম কে চিনেন কি?
জামানার ইমাম কে না চিনে যে মরে
সে জাহেলিয়াতে মরেঃ
খুজুন ইমাম গাযযালির লিখনি
দেখুন কি লিখা আছে
জামানার প্রকৃত ওয়ালি হবে হুজুর সঃ চরিত্রের অনুসারী
কিছু লক্ষণ এমনঃ
তাকে দেখলে আল্লাহ র ভয় জাগে
মন নরম হয়ে শান্ত হয়
অনুসরণ অনুকরন করতে ইচ্ছে করে
সে নিজ কাজ নিজে করে
পড়শিকে ভালবাসে
স্ত্রি কে সাহায্য করে
অননের দান কে নিজ জীবিকা ভাবে না
কঠোর সাধনাকারী রাত জেগে ইবাদত করে
সারাক্ষণ আল্লাহর রাসুলের ধ্যানে থাকে আর কাঁদে
কার পিছে ঘুরছেন
কিসের আশায়

ছিনা থেকে ছিনার এ বিদ্যায়
কামালত বেলায়েত ধারী ছাড়া কে ফায়েজ দিবে
ফায়েজ এক নুরের ধারা
এর মুল আকর্ষণ হচ্ছে প্রেমাবেগ
তার প্রতি মহব্বত ই তার দৃষ্টি আপনার দিকে চলে যায়
মায়ায় দয়ায় ভালাই নিক্ষেপ করে খারাপি না চাইতেই দূর করে দেয়
শিশুর শরীর কে মা যেমন ধুয়ে মুছে দেয়
প্রেম ছাড়া প্রেম হয় না

এক পাগল
আর এক পাগল কে মহা পাগল করে
তার সব ঢেলে দিয়ে পালিয়ে গেলো...

Saturday, November 3, 2018
Topic(s) of this poem: holy,sacred heart
COMMENTS OF THE POEM
Jazib Kamalvi 03 November 2018

Could not read the script. Seems nice. You may like to read my poem, Love And Iust. Thank you.

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success