Arun Maji Poems

Hit Title Date Added

চোখ বন্ধ করে অনুভব করার চেষ্টা করলাম আমি। কিন্তু দেখি, আমার বুকে উপর শুয়েই, নিজের উর্ধভাগ উন্মুক্ত করতে উদ্যত হলো তৃষ্ণা। ওকে বাধা দিতে ওর হাত চেপে ধরলাম আমি।

কিন্তু কোন বাধা মানলো না তৃষ্ণা। ওর ফ্রকের বোতামগুলো, নিজে নিজেই খুলে ফেললো ও। আমার নগ্ন বুকের উপর ওর নগ্ন দেহ উন্মুক্ত করে, আবার শুয়ে পড়লো ও।
...

352.
সভ্য বনাম বর্বর

সভ্য দেশে প্রযুক্তি সস্তা
কিন্তু মানুষ দামী।
বর্বর দেশে, মানুষ সস্তা
কিন্তু প্রযুক্তি দামী।
...

353.
আজও ডাকো তুমি (Malobika)

স্বপ্নের আলো
নিভে গেছে কবে।
শুধু নিভে যায় নি
তোমার চোখের আলো।
...

354.
মালবিকা তোমাকে (Malobika)

হয়তো পরী সেজে উড়ছো তুমি
সুনীল আকাশে
অসংখ্য সখি আবৃত হয়ে।
কিছু উড়ো মেঘ দেখছে তোমায়
...

355.
পাহাড়ি মেয়ে খন্ড ১৩ (Himel)

খট খট খট। দরজায় নক করলাম আমি।

দরজাটা অর্দ্ধেক খুলেই, উচ্চৈঃস্বরে চীৎকার করে উঠলো পিকু-
'মামু এসেছে মা, মামু এসেছে। ঊহঃ কি মজা! মামু এসেছে।'
...

356.

বাড়ি ভর্তি লোকজন। সঙ্গে সানাইয়ের সুর। ট্রাম্পেটের পোঁ পোঁ। ব্যান্ড পার্টির দুম দুম।

তুমুল হৈ চৈ। চীৎকার। চেঁচামেচি। ছুটাছুটি। দাপাদাপি। হাসাহাসি। তর্কাতর্কি। ঘটনা। এমনকি দুর্ঘটনা। বড় কিছু নয়, ছোটখাটো। কেউ হোঁচট খাচ্ছে। কেউ গড়িয়ে পড়ছে।
...

ছুঁতে চাইলেই ছুঁতে পারি
কিন্তু কেন ছুঁবো?
বলো, কেন ছুঁবো?
...

358.
এমন করে দেখো কেন? (Malobika)

দেখো কেন?
কাজল চোখে খুশি এঁকে
এমন করে দেখো কেন?
...

359.

তোমার নামে পুঁতেছি আজ
সুবাসিনী রজনীগন্ধা।
 
একটু ছুঁবো বলে।
...

তুমি বিশাল সমুদ্র
আমি বৃষ্টি বিন্দু।

সুনামি হওয়ার ক্ষমতা নেই আমার
...

Close
Error Success