শব্দের প্রয়োগবাহুল্য ।। মেরি স্পেইন Poem by Rahman Henry

শব্দের প্রয়োগবাহুল্য ।। মেরি স্পেইন

Rating: 5.0

শব্দের প্রয়োগবাহুল্য ।। মেরি স্পেইন


.
আমার যদি প্রতিদিন একটামাত্র শব্দ ব্যবহারের অনুমতি থাকতো
হয়তো সেটার মূল্যায়ন করতাম। শব্দটা নিয়ে চিন্তাভাবনা হতো
আর ধীরে ধীরে উচ্চারণ করতাম, যেভাবে একটা শিশু
কথা বলতে শেখে। আর তারপর, কে জানে, প্রতিটি শব্দই হয়তো
বলতো: তার অর্থ সংক্ষেপে কী। এসবের বদলে, আমি খেলা করি
শব্দ নিয়ে, যতটা উচিত তার দ্বিগুণে ব্যবহার করি
আর হাসিতামাশার খেলায়
উন্মত্ত হয়ে উঠি। কতই না গর্বের সাথে তুলে ধরি
যাকে বলি ‘আমার শব্দসম্ভার'... তবুও
কোনও শব্দকেই নিজস্ব বানাতে পারি না। এটা অলীক ভাবনা
কোনও একটা শব্দের চারপাশে জাল ফেলা আর নিজের করে
তুলে আনা এবং যথেচ্ছা ব্যবহার করা যাতে অর্থ অস্পষ্ট হয়।
অনেক উচ্চতায় প্রবাহিত বাগবিধির সন্ধানে, আমি ভুলে গেছি:
সৃজন শুরু হয় কোনও একটা একক শব্দ থেকে।
.

.

#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* মেরি স্পেইন (১৯৩৫-) : ১৯৮৮ সালে, ‘আমেরিকান গোল্ডেন পোয়েট এওয়ার্ড' সহ বেশ কিছু পুরস্কারে ভূষিত বৃটিশ কবি।
.

* #MarySpainPoems
.

This is a translation of the poem Verbosity by Mary Spain
Tuesday, August 8, 2017
Topic(s) of this poem: word,words
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 08 August 2018

excellent translation- কতই না গর্বের সাথে তুলে ধরি যাকে বলি ‘আমার শব্দসম্ভার'... তবুও কোনও শব্দকেই নিজস্ব বানাতে পারি না। এটা অলীক ভাবনা কোনও একটা শব্দের চারপাশে জাল ফেলা আর নিজের করে তুলে আনা এবং যথেচ্ছা ব্যবহার করা যাতে অর্থ অস্পষ্ট হয়। vote//10+++++++++++++++

0 0 Reply
Shakil Ahmed 08 August 2017

a wonderful translation work, thanks for sharing,

0 0 Reply
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success