বৃহৎ ক্ষুদ্রায়ন ।। দেজান স্তোজানোভিক Poem by Rahman Henry

বৃহৎ ক্ষুদ্রায়ন ।। দেজান স্তোজানোভিক

Rating: 5.0

বৃহৎ ক্ষুদ্রায়ন ।। দেজান স্তোজানোভিক

.
গ্লানির অনুভূতিকে একটা ধ্বনিতে রূপান্তর করাটা
অসম্ভব শোনাচ্ছে, তবুও এটা সম্ভব
একটা দৃশ্যকে সংগীতে বদলে নেয়া,
দাস্য-ব্যক্তিত্বের বাইরে চলে যাওয়া,
ব্যক্তিত্ব নিষ্কাশন করে ফেলতে, পরিণত হওয়া
একটা বালুকণায়, জলে, আলোতে,
বাতাসে পরিণত হয়ে, হয়ে ওঠো
একটা পাখি, প্রথম জৈবকোষ, আদি মানব,
বিচরণশীল উল্কা হও,
মৃতপ্রায় নক্ষত্র, সদ্যোদ্ভুত তারকারাজি,
আর আকাশগঙ্গাসমূহের সুর শোনো,
কৃষ্ণ নক্ষত্রদের মিলন-শীৎকার,
অনুভূতিতে আনো কোয়েসারগুলোর স্বর্গীয় বা নারকীয় আচরণ,
সবকিছুই কত বিপুল, সেটা বুঝতে হলে,
অবস্থান করো সবকিছুর ভেতরে এবং ফিরে এসো
ব্যক্তিত্ববোধের ক্ষুদ্রতম কোনও কণার ভেতরে।
.

.

#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* দেজান স্তোজানোভিক (১১ মার্চ ১৯৫৯ -) : সার্বিয়ান কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, দার্শনিক, ব্যবসায়ী ও সাবেক সাংবাদিক। ১৯৭৮ সাল থেকে কবিতা লিখছেন। গত কয়েক দশকের সার্বিয়ান কবিতায়, তাকে খুবই গুরুত্বপূর্ণ কবি বিবেচনা করা হয়। তার কবিতায়, চিন্তার সৌন্দর্য ও দার্শনিক বীক্ষাই, তাকে একুশ শতকের গুরুত্ববহ কবি করে তুলেছে। তিনি মনে করেন, ভাষিক অলঙ্কার নয়; ভাবনালঙ্কারই একুশ শতকের কবিতাকে শাসন করবে।

* #DejanStojanovićPoems
.

This is a translation of the poem Big Miniature by Dejan Stojanovic
Wednesday, August 9, 2017
Topic(s) of this poem: cosmology,imperialism,personality,transformation
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 09 August 2018

Miniature is equal to Big Bis is equal to Miniature This is the law of whole Nature /// Excellent Translation

0 0 Reply
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success