তুমি সময়- নব সৌরবদন Poem by MAHTAB BANGALEE

তুমি সময়- নব সৌরবদন

Rating: 5.0

ঋষিপ্রতিম প্রদীপ্তি নেই আমার চিত্তস্থলে
প্রবৃত্তির চঞ্চল ঊর্ণনাভের রথে
প্রদৃস্টহীনে তপোমূর্তি ভঙ্গের শব্দে-ধ্যানে
আমার আগমন তোমার ক্রোড়ে

চরণভূষণের স্খলিত পদচিহ্নের আনমনে
মূহুর্ত মূহুর্ত করে স্থূলকায় তুমি
সময়ের স্তুতি; চয়িত ভান্ডারে রিক্ত কাঙ্গাল
আমি জ্ঞানের সুবাসিত পুষ্প ধামে

অলিখিত সালতামামির সায়াহ্নে
নেই সেই সুঢপ সুডৌল স্তনসুরা পান
যা আমার অন্তরাত্মায় প্রজ্ঞার সারঙ্গী
বাজিয়ে স্বর্গীয় সাকীর নৃত্যে
মাতালের রাগরঙ্গে আনে বিনশ্বর

সারথি আমার তুমি অনিন্দ্য সুন্দরী
অপ্রতিভ শব্দে কুরঙ্গীনয়না
সদা চঞ্চল, এই আছো এই অতীত
হস্তের প্রকোষ্ঠে, জ্ঞানের উষ্ণ ঠোঁটের চুম্বনে উধাও;
ঢেউয়ের ফেনিল কুমারীত্বে,
অনিলের অন্তর্বাহী কামবাণে,
আমায় সন্ন্যাস গ্রহের আত্মাপহারক সাজিয়ে
তুমি যাচ্ছো চলে স্ব-দীপিত যাত্রায়

আমি আমার মাঝে মরীচিকার ব্যঞ্জনায়
দ্বিধান্বিত নিঃসঙ্গ অকপট জীবন
ঋজু রৈখিকতায় এ আমায় হয় গমন
তুমি সময়, তোমার মাঝেই তুমি নব সৌরবদন


-ডিসেম্বর ৩০, ২০১৯ চট্টগ্রাম

তুমি সময়- নব সৌরবদন
Monday, December 30, 2019
Topic(s) of this poem: looks,new year,self,sun,time
POET'S NOTES ABOUT THE POEM
শুভ নব সৌরবত্সৱ
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success