মানুষের কৃতঘ্ন হওয়ার হোলি খেলা Poem by MAHTAB BANGALEE

মানুষের কৃতঘ্ন হওয়ার হোলি খেলা

Rating: 5.0

হে পিতা
উন্মুক্ত বাতাসে তোমাকে চলতে দেখেছি
ঝড়ো হওয়ার মত প্রবল বেগে
স্বাধীনতার অম্লান সূর্য আনয়নে
যে বেগ তিমির মন্দিরে দেখে মুনাফিক দল ত্রস্ত হয় ভয়ে
তবু তারা হাত মিলায় পিচাশের রক্ত হাতে
স্যাঁতসেঁতে রক্তের চোপসে যাওয়া মেঝে
কান্নার আওয়াজ না তুলে শোকে বিধ্বস্ত নীলিমা
উন্মাদ আমি ওই দূরের লালিমা আকাশের পানে
ওতপ্রোত চড় খাই বুকের কঙ্কালে
রাতের আঁধারে ঘুঘু আর পেঁচারা নিশ্চুপে দেখছে-
মানুষের কৃতঘ্ন হওয়ার হোলি খেলা!
নিরুদ্দেশ সবই -উচ্ছিষ্ট উন্মাদে আজ চলছে বাঙালির রাজনীতি

মানুষের কৃতঘ্ন হওয়ার হোলি খেলা
Tuesday, February 20, 2018
Topic(s) of this poem: lamentations
COMMENTS OF THE POEM
Mac Che 25 November 2020

قصيدة تحية ممتازة لأب الأمة

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success