বোশেখ এখনো আসে মানবতার নির্মল প্রেমে Poem by MAHTAB BANGALEE

বোশেখ এখনো আসে মানবতার নির্মল প্রেমে

Rating: 5.0

প্রিয়তমা দ্যাখো এসে গেছে বোশেখ
আর এসেছো তুমি বোশেখের প্রাণ হয়ে
ভালোবাসি তোমায়-
বোশেখ বরণের ব্যস্ত আয়োজনের মত
বোশেখের মঙ্গল শোভা যাত্রার মত
বোশেখের খোলা প্রান্তরের রঙ্গিন আল্পনার মত
বোশেখের বিজু উৎসবে পানি ছিটানোর মত
বোশেখের কোলাহলময়ী প্রান্তরের মত
একগুচ্ছ শিমুল পলাশের রক্তিমাভার মত তোমায় ভালোবাসি

প্রিয়তমা দ্যাখো এসেছো তুমি বোশেখের প্রাণ হয়ে
ভালোবাসি তোমায় আমি -
বোশেখের নতুন কাপড়ের গন্ধের মত
বোশেখের সকালে পান্তা ইলিশ খাওয়ার মত
বোশেখের প্রাণবন্ত মেলার মত
বোশেখের রঙিন মেলায় ঘুরে বেড়ানো আর শখের জিনিস কেনার মত
বোশেখের হুল্লুড়ে উৎসবী গানের সুরের মত তোমায় ভালোবাসি

প্রিয়তমা দ্যাখো এসেছো তুমি বোশেখের প্রাণ হয়ে
ভালোবাসি তোমায় আমি -
বোশেখের শীতল পাটিতে বসে মায়ের হাতে নবান্ন পিঠা খাওয়ার মত
বোশেখের দগ্ধ্ রোদে খালি গায়ে পুকুরে ঝাঁপিয়ে পড়ার মত
বোশেখের দগ্ধ্ রোদে বাবার সাথে বাজারে গিয়ে ইক্ষুর রস খাওয়ার মত
বোশেখের তৃষ্ণার্ত ক্লান্ত দেহে তরমুজ বাঙ্গি খাওয়ার মত
প্রিয়তমা ভালোবাসি তোমায় আমি -
বোশেখের খরা প্রান্তরের জব্বারের বলী খেলার মত

প্রিয়তমা ভালোবাসি তোমায়
বোশেখের সেই দিনের মত
যখন হিন্দু মুসলমান মিলেমিশে নেমন্তনে দিন কাটাত একসাথে

ভালোবাসি তোমায় সেই মানবতা ভরা দিনের মত
যখন শুধু মানুষই ছিল সবার পরিচয়ে

ভালোবাসি তোমায় বোশেখের মানবিকতায়
বিভেদহীন মনুষ্য জাতির প্রেমময়ী সন্ধ্যে আলাপনীর মত
যাতে মুছে যেত দিনের সকল দুঃখ বেদনা ভরা হৃদয়
সন্ধ্যের বাউলা গানের সুরে থাকত সবাই প্রশান্তিতে
সেই প্রশান্তময়ী সন্ধ্যের মত তোমায় ভালোবাসি

প্রিয়তমা এখনো ভালোবাসি তোমায়
কারণ বোশেখ এখনো আসে মানবতার নির্মল প্রেমের দগ্ধ্তায়

-৩০শে চৈত্র ১৪২৪

Friday, April 13, 2018
Topic(s) of this poem: bangla,happy,new year
POET'S NOTES ABOUT THE POEM
শুভ নববর্ষ ১৪২৫ বঙ্গাব্দ
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success