ফেরা (The Return) Poem by Abu Sayeed

ফেরা (The Return)

নবান্নের ফসলের ছিল ভরা গোলা
উঠোন কোণে কেউবা ছিল নিয়ে ধানকুলা
হুক্কা হাতে নিয়ে মুই দিচ্ছিলাম টান
কে জানত আসবে নেমে ভরাডুবির বান!

ঘর থেকে যে বের হলে
কোন কথা বললে না
যাবার আগে আমাকে আর
আদর করে ধরলে না।

কত পৌষ হেমন্ত গেল
তোমার খবর এলো না
হতচ্ছাড়া বসে থেকে-
সময় যেন চলে না।

একে একে তিরিশ বছর
ব্যাথাভরে যায় চলে
আউশ আমনে গোলা ভরে
ভরে গরু গোয়ালে।

চুল দাড়ি পেকেছে অনেক আগেই
জীবন প্রদীপ নিভে যায়
বুকের মানিক ছিল একটি সন্তান
তার মুখখানা কে দেখায়?

দাওয়াই কিনতে হঠাৎ একদিন
গঞ্জের হাটে দেখা
দৌড়ে এসে জড়িয়ে ধরলে
ভুলে সকল ব্যথা;
আস্তে করে বললে তুমি,
'পথ আগলে সেদিন ধরলে না! '
'আমার কথা ভেবেও তো
বাপের বাড়ি থেকে ফিরলে না? '

মান-অভিমান ভুলে গিয়ে
টেনে নেই হৃদয় কাছে
হাজার লোকের ভিড়ে আছি
তাকিয়ে দেখি চারপাশে।

বুড়ি তোমায় নিয়ে এলাম
তরুনীর সেই বধু-বেশে
তোমার আমার প্রণয়-মিলন
হয়েছিল যেই দেশে।

Friday, January 15, 2021
Topic(s) of this poem: Love,love and life,romance
POET'S NOTES ABOUT THE POEM
This poem is collected from a popular Sylheti folktale
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success