বিলাসী নেশা Poem by MAHTAB BANGALEE

বিলাসী নেশা

Rating: 5.0

নেশাগুলো ভিন্নতরে বিদ্ধ করে আমায়
জাঁজরা হয়ে পড়েছে আমার স্পৃহা
শ্রান্ত ক্লান্ত হয়ে পড়ে আছে অতৃপ্তভাবে
নেশাগুলো আসে আর তীক্ষ্নভাবে আহত করে
আমায় করে তোলে হটকারী নির্ভীক
আমার মাঝে জন্ম দেয় পাশবিকতার বাছুর
আমাকে অতৃপ্তের অনলে দহন করে
অনির্বাপিত নরকী স্পৃহা আমায় নির্দয় করে
আমার নেশা আমারই সর্বনাশী অহম স্পৃহা
আমার নরক আমার অনর্থপাত- সব আমার আমিত্বে
সবই আমার বিলাসী নেশার পাতকী তৃপ্তি সংবরণে

Monday, January 29, 2018
Topic(s) of this poem: addiction,blindness,ego
COMMENTS OF THE POEM
???? ???? 06 August 2020

আমার নেশা আমারই সর্বনাশী অহম স্পৃহা আমার নরক আমার অনর্থপাত- সব আমার আমিত্বে সবই আমার বিলাসী নেশার পাতকী তৃপ্তি সংবরণে......sorbonashi ohonkar tyag korte hobe, tai na!

0 0 Reply
Kumarmani Mahakul 21 October 2018

What addiction can do has been astutely inscribed in this poem. Let me quote... নেশাগুলো আসে আর তীক্ষ্নভাবে আহত করে আমায় করে তোলে হটকারী নির্ভীক আমার মাঝে জন্ম দেয় পাশবিকতার বাছুর আমাকে অতৃপ্তের অনলে দহন করে অনির্বাপিত নরকী স্পৃহা আমায় নির্দয় করে......it is really beautiful poem in your pen dear Mahtab, thank you many.10

1 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success