খোঁজছি অজানা Poem by MAHTAB BANGALEE

খোঁজছি অজানা

Rating: 5.0

আমি যা হতে চেয়েছিলাম তা হতে পারিনি
সব লক্ষ্য অলক্ষ্যে স্থির, বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে
বাউণ্ডুলে আর চঞ্চল আমার মাঝে এই আমি

খোঁজছি আজও, খোঁজার নেশায় হাঁটছি আমি উন্মাদ
গন্তব্যহীন পথ চলা খোঁজার উন্মত্ত উদ্যানে
জানিনা কিছুই; সব দিক আমার অজানা ফাঁদ

জন্ম থেকে খোঁজে বেড়ায় মৃত্যু অবধি
চাই বান্তর অবান্তর অনেক কিছুই
আকাঙ্ক্ষা ফুরোয়না, ছুটে চলে এপার থেকে ওপার
গ্রাম থেকে শহর, বন্দর থেকে বন্দর
জীবনের এ অদম্য চাওয়া নিস্তার দেয়না জন্মান্তরেও
এ অজানা চাওয়া প্রসব করে আমার মাঝে যন্ত্রণা
বেদনার্ত করে তোলে পক্ক অপক্ক মন মানসিকতা

অতঃপর এই আমি চলার মাঝে থমকে যাই
সিদ্বান্তহীনতা আর অস্থিরতা আমাকে কাঁদায়
আমি নিজের মাঝেই নিজেকে নিঃসঙ্গ পাই
এ জীবন আমার দূসর মলিন অবোধ্য ধারায়

আমার চাওয়া আমার অজানা খোঁজা
আমাকে জীবন্মৃত পথিক বানিয়ে তোলে
আমার পথের অজানা গন্তব্যে

Wednesday, January 31, 2018
Topic(s) of this poem: unknown
COMMENTS OF THE POEM
???? ?????? 06 August 2020

জন্ম থেকে খোঁজে বেড়ায় মৃত্যু অবধি চাই বান্তর অবান্তর অনেক কিছুই আকাঙ্ক্ষা ফুরোয়না, ছুটে চলে এপার থেকে ওপার গ্রাম থেকে শহর, বন্দর থেকে বন্দর জীবনের এ অদম্য চাওয়া নিস্তার দেয়না জন্মান্তরেও এ অজানা চাওয়া প্রসব করে আমার মাঝে যন্ত্রণা বেদনার্ত করে তোলে পক্ক অপক্ক মন মানসিকতা sundor uposthapona; kobitati pore valo laglo

0 0 Reply
Kumarmani Mahakul 12 September 2018

It is a beautiful philosophical poem on life and it's unknown journey having touching expression and nice collocation in Bengali language. I appreciate this poem.

1 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success