তুমিহীনে ভাবনা না আসে Poem by MAHTAB BANGALEE

তুমিহীনে ভাবনা না আসে

Rating: 5.0

ভাবনার বিয়োজন হয় তুমিহীনে
কাব্য ভাবনা সব মিছেমিছি
নিরালায় শব্দের উদ্ভট তামাশা
শব্দ চয়ন সম্ভার খুব নিঃস্ব

রাতের স্তব্ধতা ভেদ করে যখন শুনি তোমাকে
মনে হয় কাঁদছে তোমার দোতারা
মায়ার প্রেমে ভুলতে পারছেনা তোমায়
তুমি যে প্রেম দিয়ে চলে গেলে
উজান বাউলা ভাটির দেশে
নিঃসঙ্গ দোতারার প্রেম বিরহ
কেমনে পারলে ভুলে চলে যেতে
বিধির পিরিতের তুমি প্রিয় সখা ছিলে
তবে কেন বিচ্ছেদের অঞ্জলি দিলে
মায়াবতী দোতারার সাথে
তবে কি বিচ্ছেদের অনল জ্বালিয়ে দিলে
যে অনলে পুড়ে অঙ্গার হলে
ভাবনা কি আসবে তুমি হীনে?

Wednesday, January 31, 2018
Topic(s) of this poem: mourning
COMMENTS OF THE POEM
Britte Ninad 19 November 2020

তবে কেন বিচ্ছেদের অঞ্জলি দিলে মায়াবতী দোতারার সাথে তবে কি বিচ্ছেদের অনল জ্বালিয়ে দিলে যে অনলে পুড়ে অঙ্গার হলে ভাবনা কি আসবে তুমি হীনে? /// sundor bichcheder likhoni;

0 0 Reply
Kumarmani Mahakul 15 October 2018

বিধির পিরিতের তুমি প্রিয় সখা ছিলে তবে কেন বিচ্ছেদের অঞ্জলি দিলে মায়াবতী দোতারার সাথে তবে কি বিচ্ছেদের অনল জ্বালিয়ে দিলে যে অনলে পুড়ে অঙ্গার হলে ভাবনা কি আসবে তুমি হীনে? ......nice poetic expression. So impressive. A beautiful poem nicely executed.10

2 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success