সবই অন্ধকারের শোক Poem by MAHTAB BANGALEE

সবই অন্ধকারের শোক

Rating: 5.0

যা কিছু দেখা হয় সবই বিষাদের তৃপ্ততায়
তুষ্টের তৃপ্ত আনন্দে দেখা হয় প্রেমহীন অগোচরে
পরিস্থিতির সম্মুখে কিছু লিখা,
কিছু অনু প্রতিবাদ লিপি লিখা
হয়না মন খুলে দিশেহারা বলে
লিখতে গেলে অযাচিত বেদনা
ভর করে বাঁধা দেয় লিপি মঞ্চ তৈরীতে
আর এ বেদনায় যা লিখতে বসি
তা লিখা হতে না হতে
যা শুনি তাতেই মন বেদনার্ত হয়ে
ঝরায় অজোর ধারায় অশ্রু
লিখতে গেলেই অন্যটির ভয়াল প্রতিচ্ছবি,
শোকাহত লিপি!
রচিত হয় অনবদ্য অসহনীয় কিছু শোক স্মৃতি!

- ২৬/০২/০৪

Tuesday, February 13, 2018
Topic(s) of this poem: despair,inhumanity,mourning,political,rule
COMMENTS OF THE POEM
Adeeb Alfateh 20 September 2020

এ বেদনায় যা লিখতে বসি তা লিখা হতে না হতে যা শুনি তাতেই মন বেদনার্ত হয়ে ঝরায় অজোর ধারায় অশ্রু লিখতে গেলেই অন্যটির ভয়াল প্রতিচ্ছবি, শোকাহত লিপি! ....that's the earthly life

0 0 Reply
Kumarmani Mahakul 28 October 2018

This is a beautiful poem on despair and mourning having touching expression and nice diction. Nice penmanship. Thanks for sharing.

2 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success