তোমার অপেক্ষায় Poem by MAHTAB BANGALEE

তোমার অপেক্ষায়

Rating: 5.0

বিমূর্ত ঢেউ উঠেছে ভেনাসের অতুলনীয় সৌন্দর্য সমুদ্রে
উড়ছে আলবেট্রস পশ্চিম দিগন্তের শান্ত সফেদ বুক ছুঁয়ে
স্নিগ্ধ সমীরণ বইছে আকাশের গোলাপি চিবুক স্পর্শ করে
এখনো আমি বপন করি সেই গোলাপ আমার হৃদয় গভীরে

সেই মেঘালয়ের অদম্য উচ্ছাস এভারেস্টের ধ্যানী চুড়ায়
তাজমহলের অমলিন সমাধি প্রস্তর এখনো প্রেমগীতি রচে
এমিলি ডিকিন্সনের সে এপিটাফ অমরাত্মার অস্তিত্বে নাচে
এখনো আমি লালন করি সে গোলাপ আমার হৃদয় গভীরে

ডেফোডিলে নয় জেনেছি তুমি আসবে বসন্ত গোলাপ ফুটিয়ে
কন্টকহীন পদ্ম মুকুলের শোভা যাত্রায় প্রণয়শীল রাগ বাজিয়ে
সূর্যালোকের পালকি দিয়ে চন্দ্রালোকে অসংখ্য তারার মিলনে
আর তোমার সম্ভাষণে সে গোলাপ আছে আমার হৃদয় গভীরে

প্রিয়তমা এসো, এসো তুমি আমার এ প্রেমমগ্ন নৈসর্গিক হৃদয়ে
এসো, এখনো অপেক্ষায় আছে সে গোলাপ আমার হৃদয় গভীরে

© মাহতাব বাঙ্গালী
চট্টগ্রাম
২২/০৩/২০২৩

This is a translation of the poem Waiting For You S.Y. by MAHTAB BANGALEE
Thursday, March 23, 2023
COMMENTS OF THE POEM
Close
Error Success