Unhygienic But Alive Poem by MAHTAB BANGALEE

Unhygienic But Alive

Rating: 5.0

nCoV-19
-pioneer of the world ridiculous leisure period
-not a virus but an expression of snobbery

media is well planned blessings of the capitalist
the virus is the panic of another snob disease!

সাম্প্রতিক সম্প্রচারিত তথ্যে
মারা গেছে অনেকে, যাচ্ছে, যাবে....

না, মরিনি
বেঁচে আছি এখনো কণর্ফুলি নদীর কোলে বড় হওয়া এ শহরে

বেঁচে আছে আমার মত-
ওই আগ্রাবাদের জনতা ব্যাংকের সামনে কোন এক রাতের আঁধারে জন্ম নেয়া শিশুটি
বেঁচে আছে শিশুটির মা ক্লিষ্ট শরীরে হয়তো ওই এলাকার ডাস্টবিনের খাবার খেয়ে
বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি না মেনে!

না, মরেনি জাতিতাত্ত্বিক যাদুঘরের সামনের যাত্রী ছাউনিতে শুয়ে থাকা মহিলাটি
যে কিনা বেঁচে থাকার তাগিদে হয়তো এখনো রাতের অস্বাস্থ্যকর পরিবেশে দেহ বিক্রি করে

মরেনি ওই শিশু মুচি শ্রমিকগুলো
যারা সে অফিস পাড়ায় রাস্তার পাশে বসেই জুতা পালিশ করে

মরেনি ওই বস্ত্রবালিকারা
যাঁদের নিখুঁত শ্রমে রপ্তানি পোশাকশিল্প আর দিব্যি বেঁচে থাকে বাংলাদেশ
যাঁরা হেসে হেসেই যোগ দিচ্ছে রক্তচোষকের কারখানায় দুবেলা নিজেদের আহার যোগাড় করতে

মুরাদপুরের ফুটওভার ব্রিজে রাত যাপন করা ঘরহীন ভিক্ষুকরা বেঁচে আছে,
ষোলশহর ২নং গেটের সামনে অস্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠা মাদকাসক্ত কিশোরগুলোও মরেনি,
গরীবুল্লাহ শাহ আর বদনা শাহ মাযারের কৃশকায় ফকিরগুলো এখনো ভিক্ষা নেয়ার জন্য দৌড়ঝাপ দেয়

আমার হামযারবাগ এলাকার
যোগীপাড়ার বস্তির শিশুগুলো গলিতে বসে গোগ্রাসে গিলছে পাকা কাঁঠাল
না, ওরা হ্যান্ড স্যানিটাইজার চেনেনা
২০সেকন্ড ধরে কেউ হাত ধোয়না আর মাস্ক তো হাস্যকর পরিচ্ছদ ওদের জন্য

না, ওরা কেউ বিদেশ ফেরত নয়
নয় বড়লোক স্বভাবের বা অট্টালিকার বাসিন্দা
না কোন সংসদ সদস্য, মন্ত্রী, শিল্পপতি কিংবা চিকিত্সক নয়
বিশ্ব স্বাস্থ্য বুলেটিন পড়ে মেনে চলার জ্ঞান ওদের নেই

না, ওরা নয় আমাদের মত স্বাস্থ্য সচেতন
"স্বাস্থ্যকর কান ভয়ঙ্কর চিলে নিয়ে গেছে ঐ দূর অদৃশ্য আকাশে- বলেছে বিশ্ব স্বাস্থ্য বুলেটিন
কান আর চিলের রহস্যময় উত্স না খুঁজে দৌড়ছি আমরা ঐ অদৃশ্যতার পিছনে "
আর এ আমাদের মত উদ্বিগ্ন নয় ওরা ঐ চিলের পিছনে

ওরা গরীব অশিক্ষিত বস্তিবাসী
ওরা মাযারের দুয়ারে হাত পাতা ভিক্ষুক
ওরা রাস্তায় জন্ম নেয়া-বেড়ে উঠা দুরন্ত কিশোর
ওরা কোনমতে বেঁচে থাকার কুলটা
ওঁরা অল্পেতুষ্ট বালিকা যাঁরা বস্ত্রশিল্প আর বাংলাদেশের নিখাদ প্রাণ
ওরা ঘরহীন ঘরের যাযাবর আর ডাস্টবিনে খুঁজে ত্রান
ওরা সবাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি না মেনে এখনো বেঁচে আছে
তবে হ্যাঁ, অস্বাস্থ্যকর পরিবেশে হলেও
ওরা মরবেনা, বেঁচে থাকবে এভাবে, পৃথিবীতে ওদের সংখ্যাই বাড়তে থাকবে...



২৯.০৫.২০২০ চট্টগ্রাম

Unhygienic But Alive
Saturday, May 30, 2020
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
Edward Kofi Louis 30 May 2020

" The world ridiculous leisure period" ! Thanks for sharing this poem with us.

2 0 Reply
Me Poet Yeps Poet 30 May 2020

do not call it virus any more o poet call it VEER RUSS and you know what it means it tensions of all kinds does relieve no just try itttttttttttttt

2 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success