Diya Mitra

Diya Mitra Poems

"Nay, Traveller! rest. This lonely Yew-tree stands
Far from all human dwelling: what if here
No sparkling rivulet spread the verdant herb?
What if the bee love not these barren boughs? "
...

ডানাভাঙা পাখির মতো জীবন নিয়ে
পার হচ্ছে দিন
এখন আমার অখণ্ড অবসর
সেই সুযোগে নিত্যদিন
...

রুটিনের উপর এখন ধুলোর আস্তরণ
ব্যস্ততা শ্লথ হ'য়ে ধুঁকছে
কোত্থেকে এলোমেলো বাতাস এসে কেড়ে নিয়েছে
পূর্নিমার চাঁদ, ভরা বসন্ত, বিরহ সব
...

জীবনের অধিক কিংবা তারও বেশি সময় ধরে
বারবার ছুঁতে চেয়েছি আকাশ
মনের গভীরে গেঁথে নিয়েছিলাম একটাই মন্ত্র
আকাশ...আকাশ
...

কতোদিন বুক ভরে শ্বাস নেইনি
কতদিন পথের দু'ধারে গাছের শাখায় রাখিনি হাতের ছোঁয়া
কতদিন হাঁটিনি অচেনা পথ ধরে
কতদিন... কতদিন...
...

ভালো লাগার জন্যে অজুহাত দরকার পড়ে না
অথচ একটা কারণ খুঁজে চলেছি
ভালো থাকার জন্যেও
যে মানুষটা রিটায়ারমেন্টের পর ভালো থাকবে বলে
...

অভূতপূর্ব স্বপ্নে ঘুম ভেঙে গেল-
দু'হাত ভরে সৌন্দর্য এনেছেন কীটস
শেলী দাঁড়িয়ে আছেন আমাকে ভোরের কুয়াশা দেখাবেন ব'লে
বায়রণ তখনও বলছেন, না আমি ওকে আল্পসের চূড়ায় নিয়ে যাব
...

The Best Poem Of Diya Mitra

আঁধারে

"Nay, Traveller! rest. This lonely Yew-tree stands
Far from all human dwelling: what if here
No sparkling rivulet spread the verdant herb?
What if the bee love not these barren boughs? "

এই মুহূর্তে আমি হয়তো তুমিও
যে সামান্য শ্বাস আছে, খুশি আছি সেটুকু সময়
নিয়েছি শরীরে মেখে, মনের গভীরে;
যা-কিছু নেই তাকে নিয়ে
অযথা আলোকরশ্মি থেকে কে চায় সরাতে চোখ?
দ্যাখো, গুনগুন মনের গভীরে
তবুও পাখিদের গান যায় শোনা
অজস্র সবুজ পাতার মর্মর ধ্বনি
ঠিক ততটাই সুমধুর যতটা কবির কানে;
হে পথিক! একা নও কোথাও তুমি
এই আমরা ও আমি
পথিক ছাড়া কি ভেবেছি অন্যকিছু আজ?

এই নিরালায় তুমি কি স্বর্গ খুঁজছো?
অতীত যেখানে শেষ বলে জানো
পড়ে আছে সেখানে অযথা
শত-সহস্র শব্দরাশি
বয়ে চলে উন্মাদিনী স্রোতস্বিনী বেশে
তার কাছে রাখা আছে স্বর্গসুখ যত;
ওই যে দাঁড়িয়ে উন্নত শির
কেবল সবুজ
এখন বসন্ত নয়, অতিমারি নিদারুণ
ওর প্রতি শাখা জানে
রুক্ষ বল্কলও
আবার আসবে ফিরে
যেভাবে ফিরে আসে সন্ধ্যার আবহে নতুন দিনের ঘ্রাণ
একদিন পাখিদের দল, মক্ষিকার ঝাঁক,
ততদিন এই বুকে লেখা থাক
না পাওয়ার দীর্ণ যন্ত্রণা আর শোকের দীর্ঘ তাপ;

আজ বাদে কাল ভোর হবে
হে পথিক! আমাদের পথ চলা হবে শুরু
ততক্ষণে এই তিতিক্ষার পাড়ে নির্ঘুমে রাত দেখি
তুমি আমি আর আমরাও!

Diya Mitra Comments

Gayatri Phukan 27 July 2020

Very very nice poem dear poet

0 0 Reply

Diya Mitra Popularity

Diya Mitra Popularity

Close
Error Success