বধ্যমঞ্চ তৈরী করে তুমি কি তাদের প্রাপ্য দেবেনা! Poem by MAHTAB BANGALEE

বধ্যমঞ্চ তৈরী করে তুমি কি তাদের প্রাপ্য দেবেনা!

Rating: 4.4

রক্তগুলো প্রেমময়ী ছিল বলে ঝরেছিল মুক্তির স্বাদে
উন্মুক্ত প্রান্তরে ছিটিয়ে দিয়েছিল নিঃস্বার্থে
বৃষ্টির মত ঝরেছিল অঝোরে
মাঠে ঘাটে ছুটেছিল মুক্তির বিশ্বাসে
পুলকিত বিশ্বাসে মেনে নিয়েছিল স্বদেশীদের
বিদ্রোহ করেনি স্বগোত্রে
পাক হানাদার দোসর বলে ঘৃণাও করেনি ঘুণাক্ষরে
এরপরেও নিশির নির্মল তিমির ভেদ করে ওরা
হাত মিলিয়ে কালো রাত করে, জাহান্নামের বহ্নি জ্বালিয়ে দেয়
মা বোনদের ইজ্জত লুটে নেয় হায়েনাদের সাথে
খিলখিলিয়ে হেসে নিষ্পাপ প্রাণকে বিদায় করে

জাতি কেন আজো ওদের তরে তোমার ভাবনা
বধ্যমঞ্চ তৈরী করে তুমি কি তাদের প্রাপ্য দেবেনা!

Monday, February 19, 2018
Topic(s) of this poem: justice,love,mother land,terrorism,cheating
COMMENTS OF THE POEM
Rus Mer 21 September 2019

জাতি কেন আজো ওদের তরে তোমার ভাবনা বধ্যমঞ্চ তৈরী করে তুমি কি তাদের প্রাপ্য দেবেনা! ..wonderful

1 0 Reply
Akhtar Jawad 14 December 2018

aap abhee bhee desh ke baare mein kyon soch rahe hain? unhen moortikala ke taraajoo mat do! A touching poem.

2 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success