বিচার জর্জরিত কদর্য আলোচনার টেবিলে Poem by MAHTAB BANGALEE

বিচার জর্জরিত কদর্য আলোচনার টেবিলে

Rating: 5.0

আর্তনাদের স্বচ্ছ ধ্বনিপুঞ্জ কৃপার অভিমুখি
সময়ের অট্টালিকায় দিবা রাত্রির বৃথা কথন
চন্দ্র -সূর্যের কলাপূর্ণের সমীক্ষায় ধার ক্রন্দন
সময়ের ধৈর্য্য ভ্রান্থিবিলাসের সাধনায় রোমন্থন
ব্রত সত্যায়নে হতে চায় দীর্ঘ ভুলের সমাধি
সম্ভ্রান্ত সময় আজও নির্লিপ্ত সমাধানের বিধি
সুপ্তে ব্রজ উপ্তে নত পতিত ভাটায় স্খলন
কখনো মায়াবী উদ্বিগ্ন নয় সিংহ গর্জনে
কুসুম সুবাসে নয় মানবিকতার অম্লান কম্পন
তাদের জন্য মনপুত সাফল্যের দেখভাল
যখনই আমরা সংকলন করি
এ বিচার জর্জরিত কদর্য আলোচনার টেবিলে
আর ভেঙ্গে যায় মানবতার সিঁড়ি

Thursday, January 18, 2018
Topic(s) of this poem: discrimination,justice,life,lifespan,lifestyle
COMMENTS OF THE POEM
Rus Mer 11 August 2019

বিচার জর্জরিত কদর্য আলোচনার টেবিলে আর ভেঙ্গে যায় মানবতার সিঁড়ি...।। সত্যিকার সুরে সত্যিকার সানাই...। থিম আর শব্দ নির্বাচন এক সুরে গাঁথা ।।

2 0 Reply
Kumarmani Mahakul 08 August 2018

আর্তনাদের স্বচ্ছ ধ্বনিপুঞ্জ কৃপার অভিমুখি সময়ের অট্টালিকায় দিবা রাত্রির বৃথা কথন চন্দ্র -সূর্যের কলাপূর্ণের সমীক্ষায় ধার ক্রন্দন সময়ের ধৈর্য্য ভ্রান্থিবিলাসের সাধনায় রোমন্থন..........fantastic beginning with touching expression. A beautiful poem on life and justice nicely executed.10

4 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success