মৃত্যুই কি প্রকৃত উপশম Poem by MAHTAB BANGALEE

মৃত্যুই কি প্রকৃত উপশম

Rating: 5.0

যন্ত্রণাগুলো
ভিন্ন হয়ে অনুপ্রবেশ করে আমার মাঝে
দমের প্রতি স্তরে বিচরণ করে দম্ভাকারে
তামাশার খেল খেলে মানসিকতার ডিম্বে
অবশ করে দেহের কোষ অণুকোষে
মুক্তি দিশায় ঘুরে ফিরি সন্ন্যাস বেশে
রেহাইয়ের অন্তরে ঢুকি গুরুবাক্য শুনে -
"তৃপ্ত হও তৃপ্ত, অল্পে স্বল্পে হও তৃপ্ত
যন্ত্রণা মুছে যাবে যদি হও অল্পে সন্তুষ্ট
অল্পে তুষ্টির গুনেই জীবন হবে অমৃত। "

(ওই আমার শ্বাস যতক্ষণ জীবন্ত
যন্ত্রণাগুলোর হবেনা অন্ত
শুধু মৃত্যু; মৃত্যুই প্রকৃত
এ জীবনের সব কৃত্রিম যন্ত্রণা মুছে দিবে মৃত্যু!
আদৌ কি তাই?)

Wednesday, January 31, 2018
Topic(s) of this poem: self discovery,life and death
COMMENTS OF THE POEM
Sankhajit Bhattacharjee 28 August 2020

a heart touching piece indeed....10+

0 0 Reply
Kumarmani Mahakul 18 April 2018

অবশ করে দেহের কোষ অণুকোষে মুক্তি দিশায় ঘুরে ফিরি সন্ন্যাস বেশে........wonderful inscription. Beautiful poem on life and death amazingly shared.10

1 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success