তোমার ফ্রাঙ্কেইনস্টাইন Poem by MAHTAB BANGALEE

তোমার ফ্রাঙ্কেইনস্টাইন

Rating: 5.0

দ্বন্দ্বগুলো জড়ো করে দেখো
দেখবে অনেক তালগোল পাকিয়ে অমিলিত স্তম্ব
নিস্তেজ হয়ে পড়ে যাবে অজস্র বিপ্লবী তত্ত্ব

তুমি খুব উদার হয়ে কৃপা বিলাচ্ছো
তোমার অনুসারীর মাঝে
অমিলিত চক্র ঘূর্ণনে আজ যে দ্বন্দ্ব
তার পরিসংখ্যানও অজ্ঞাত

স্রষ্টার বন্দনাগীতি চলছে নিজ নিজ উৎসাহে
তোমার বিপক্ষ অনুসারীর মাঝে তুমি হীন জ্ঞান
তুমি নারকীয় কীটে অপদস্থ
তুমি বিশ্বের মাঝে এক ভয়ঙ্কর আতঙ্কবাদ

চক্র খুব বক্র রীতিতে তোমায় পূর্ণ সংহারে
চক্রে ক্ষিপ্র বিচারে তুমিই বিধ্বস্থ

কী বলবো তোমায় -
তোমাতেই সমাসীন তোমার অলক্ষীরা
তোমাতেই ঠাঁই নিয়েছে
তোমার তরে ফ্রাঙ্কেইনস্টাইন যারা

Monday, January 29, 2018
Topic(s) of this poem: conflict,dilemma,futility,inhumanity,injustice,revolutionary
COMMENTS OF THE POEM
???? ?????? 06 August 2020

চক্র খুব বক্র রীতিতে তোমায় পূর্ণ সংহারে চক্রে ক্ষিপ্র বিচারে তুমিই বিধ্বস্থ .....sundor likhechen, hardik valobasa roilo; kobir proti

0 0 Reply
Kumarmani Mahakul 26 September 2018

স্রষ্টার বন্দনাগীতি চলছে নিজ নিজ উৎসাহে তোমার বিপক্ষ অনুসারীর মাঝে তুমি হীন জ্ঞান তুমি নারকীয় কীটে অপদস্থ তুমি বিশ্বের মাঝে এক ভয়ঙ্কর আতঙ্কবাদ .....touching and impressive, Thanks for sharing.

1 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success