লিখা হোক সম কল্যাণ পুঞ্জিভুত Poem by MAHTAB BANGALEE

লিখা হোক সম কল্যাণ পুঞ্জিভুত

Rating: 5.0

সামান্য কত গুলো নিরস অলৌকিক শব্দ
যার মাতমে লুকানো হাজারো প্রেষণা
হাজারো পুণ্যের দিশা পর্ব দশা
আর এটিই আমার ন্যূন কবিতা
কিছু লিখা স্যুভেনির বন্ধনী থেকে
কিছু খেয়ালের বশে
কিছু ইচ্ছের অনুরোধে
যা হয়ে উঠে মাঝে মাঝে
বিপদ সংকুল অথবা কল্যাণ তট
কিছু অনুলিপি অবাক করে কাউকে
কেউ বা আবার নাক মুখ ভ্রু কুঁচকায়
আবার কেউ বা সদা হাসিতে উড়িয়ে দেয়
আর আমি থাকি অনড় আমার বোধ্য লিখাতে
এতেই যে আমি নিজেকে পারি চিনতে
কারো কষ্ট হোক তা আমি চাইনা
চাই সকলের হোক সম কল্যাণ পুঞ্জিভুত
এ চেষ্টায় হোক আমার জন্য সাধ্য স্বত্ব
-১১/০৩/০৪

Tuesday, February 13, 2018
Topic(s) of this poem: writings
COMMENTS OF THE POEM
Mac Che 12 November 2020

القليل من الصوت المعجزة الباهت آلاف الإلهام مختبئة في حزنه اتجاه آلاف الفضائل وهذا هو الحد الأدنى من قصيدتي تعبير شعري ممتاز

0 0 Reply
Kumarmani Mahakul 05 November 2018

কারো কষ্ট হোক তা আমি চাইনা চাই সকলের হোক সম কল্যাণ পুঞ্জিভুত এ চেষ্টায় হোক আমার জন্য সাধ্য স্বত্ব........right, we should not pain others. All should remain in peace and happiness. A beautiful poem with nice theme.

2 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success