তুমিই চির অম্লান Poem by MAHTAB BANGALEE

তুমিই চির অম্লান

Rating: 5.0

আজ এ দিনে মানস পটে মনে পড়ে তোমারে
শুধু তোমারেই মনে পড়ে
হে আমার ফেব্রুয়ারির একুশে
শুধু শোণিতে লিখা রক্তিম বর্ণের একুশ তারিখ নও তুমি
তুমি হলে শত শহীদের পবিত্র আত্মা
তুমি জীবন্ত প্রাণ হয়ে ফিরে এলে
নিয়ে এলে শত দুঃখ গুছানোর উপশম
তোমার ক্ষতে রক্ত দিয়েছে রফিক সালাম জব্বার
নাম না জানা আরো অনেক মহাত্মা করেছে তোমায় মহত্ব
তুমি আজ বিশ্বব্যাপী, তোমার উঁচু জয়গান সবদিকে
তোমার মাঝেই খুঁজে পাই শত ঐ মহাত্মা প্রাণ জীবন্ত
তোমার মাঝেই আমাদের গৌরব, শওকত শান
তুমিই আমাদের করেছো দুর্লভ চির অম্লান
-২১/০২/০৪

Tuesday, February 13, 2018
Topic(s) of this poem: struggle,tongue,remembrance
COMMENTS OF THE POEM
Adeeb Alfateh 20 September 2020

তোমার মাঝেই খুঁজে পাই শত ঐ মহাত্মা প্রাণ জীবন্ত তোমার মাঝেই আমাদের গৌরব, শওকত শান তুমিই আমাদের করেছো দুর্লভ চির অম্লান...beautiful for 21st February

0 0 Reply
Kumarmani Mahakul 26 June 2018

তুমি আজ বিশ্বব্যাপী, তোমার উঁচু জয়গান সবদিকে তোমার মাঝেই খুঁজে পাই শত ঐ মহাত্মা প্রাণ জীবন্ত তোমার মাঝেই আমাদের গৌরব, শওকত শান তুমিই আমাদের করেছো দুর্লভ চির অম্লান......loved these lines. A beautiful poem nicely executed.10

2 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success