নিয়ত ভ্রমণকারী- জন ক্লেয়ার Poem by MAHTAB BANGALEE

নিয়ত ভ্রমণকারী- জন ক্লেয়ার

Rating: 5.0

তুষারগুলো পড়ে গভীর হয়ে, বনগুলো একাকী থাকে
বালকেরা দ্রুত চলতে থাকে ঝোপ বোঝায়ের ভিতরে
আলো নিভে যাবে এই ভয়ে তাই ত্বরা ফিরে আসে
যাযাবর তার হাত চালায় আর তাদের আবৃত করে
আর নিতে থাকে জীর্ন কুটিরে যা ঢাকা অর্ধ বরফে
যে কুটির ওক গাছের নিচে যা বাতাসে ভেঙ্গে গেছে
যা বরফের হৃদ্যতায় ঝোপ ঝাড়ে পূর্ণ ছোট উষ্ণময়ী কুটির
যেখানে কয়লার উপর রাখা আছে দূষিত মেষ মাংস
আর পীড়িত কুকুর উবু হয়ে বসে তার কাছেই ঘোর পাকে
সে উষ্ণতা অনুভব করে খুব ভালোভাবে আর সরে যাচ্ছে দূরে
সে দেখছে ভালোকরে তবে পারছে না যেতে ওই সুযোগে
আর বৃথায় অপেক্ষমান কখন একটুকরা মাংস ছুড়ে ফেলবে
এভাবে তারা বাস করে একসাথে - যেন একটি জায়গার ছবি
শান্ত চারদিকে, ছিঁচকে চুরি আর অরক্ষিত বংশ লহরী

-১০/০৩/১৮ (ভাবানুবাদ)


**********
John Clare (JUL 13,1793- MAY 20,1864)was an English poet, the son of a farm labourer, who became known for his celebrations of the English countryside and sorrows at its disruption
**********

This is a translation of the poem Gipsies by John Clare
Monday, April 23, 2018
Topic(s) of this poem: despair,foresters,life,loneliness
COMMENTS OF THE POEM
Kumarmani Mahakul 09 December 2018

Bahut sundar bhabanubad hoyechhe. Dhanyabad.

1 0 Reply
Close
Error Success