Arun Maji Poems

Hit Title Date Added

প্রণাম কবিগুরু। শত প্রণাম আপনাকে।

প্রণাম, বাংলা সাহিত্যের সমস্ত লেখককেও।
প্রণাম, বাংলা সাহিত্যের সমস্ত অনুরাগীকেও।
...

রঙটা কেবল উপর থেকেই ​ভিন্ন। ভেতরে​​ খেলাটা ​কিন্তু একই। কখনো তা "ধর্ম" নামক ঘোমটার আড়ালে। কখনো তা "শ্লীলতা" নামক শুচিতার আড়ালে। কখনো তা "ন্যায়" নামক ​নিষ্ঠার আড়ালে।

কি সেই খেলা? সবল দ্বারা দুর্বলের পীড়ন​, ​ দুর্বলের রক্তপান​, ​দুর্বলের নরমাংস ভক্ষণ । ধর্ম, শ্লীলতা, ন্যায়- ইত্যাদি শব্দগুলো আসলে, সবলের 'শাসনযন্ত্র", "পীড়ণযন্ত্র"। কি রকম?
...

333.

সখী গো
দু কড়া কম ভালোবাসো
তাও সই,
যদি ঘষে দাও তুমি।
...

নিঃস্বার্থ কর্মের জন্ম করুণার গর্ভে।
করুণার জন্ম ভালোবাসার গর্ভে।
ভালোবাসার জন্ম প্রশান্তির গর্ভে।
...

335.

মাঝে মাঝে আমি
মহাকালের নিঃশব্দ অট্টহাসি শুনি।
মানুষকে বিদ্রূপ করে সে বলে-
কি গড়বি হে মানুষ
...

সব সময় ​খাবো​ ​খাবো ​ভাব আমার।
আকাশ খাবো​, ​ বাতাস খাবো​, ​
​নদী খাবো, ফুল খাবো। সব খাবো। ​
​চেঁটে পুঁটে ​খেয়ে ​সব ​শেষ করে দেবো।
...

আমি মানুষ হয়ে, দেবতা হওয়ার ভান করতে পারি না। আমি ঘোমটার নীচে খ্যামটা নাচ, নাচতে পারি না।

পারি না বলেই আমি বুক চিতিয়ে বলি- আমি দংশন যুক্ত চুম্বনে বিশ্বাসী। আমি মাংসাশী প্রেমের আঁশটে গন্ধে বিশ্বাসী। আমি নখের তীক্ষ্ণ আঁচড়ে বিশ্বাসী।
...

338.
Tagore: Karna Kunti Sangbad

Don't fear, o mother,
I predict, Pandavas will win the war.
In light of the star,
I see awful end engraved in night's attire.
...

339.
রাক্ষস মাতা (Rakshos Mata)

মাতা সাজে রাক্ষস আজ
শকুন সাঙ্গ পাঙ্গ।
শিশু রক্তে মায়ের তৃপ্তি
হত্যা মায়ের অঙ্গ।
...

দেখো তো চিমটি কেটে,
আজকের বাঙালীকে।
সুভাষ বসুর উত্তর পুরুষ যারা
আছে কি তারা বেঁচে?
...

Close
Error Success