থেমেছি বনভুমির ধারে এক তুষার সন্ধ্যায় Poem by Trailakya Roy

থেমেছি বনভুমির ধারে এক তুষার সন্ধ্যায়

Rating: 5.0

যদিও তার বাড়ি গ্রামে,
যার এই বনভুমি মন বলছে জানি;
সে দেখতে পাবে না,
তার তুষারাবৃত বন, দেখছি আমি থামি।

কাছে পিঠে নেই কোন খামার,
আমার প্রিয় ঘোড়াটির লাগে অদ্ভুত,
বনভুমি ও হিমায়িত হ্রদের মাঝে
বছরের খুব কালো সন্ধ্যা- কুট কুট।

যেন জানতে চায় হয়েছে কি ভুল
তাই গলাবন্ধনি টি নাড়ে
আরো অন্য যেসব শব্দ ছিল
হালকা বাতাস আর তুষার কণা পড়ে।


বনভুমিটি মনোরম, ঘন আর গভীর,
কিন্তু আমাকে কথা রাখতে হবে
ঘুমোতে যাওয়ার আগে অনেক যেতে হবে
ঘুমোতে যাওয়ার আগে অনেক যেতে হবে।

Bengali version ©Trailakya Roy
18.10.16

This is a translation of the poem Stopping By Woods On A Snowy Evening by Robert Frost
Tuesday, October 18, 2016
Topic(s) of this poem: nature
COMMENTS OF THE POEM
Adeeb Alfateh 26 May 2019

beautiful translation- বনভুমিটি মনোরম, ঘন আর গভীর, কিন্তু আমাকে কথা রাখতে হবে ঘুমোতে যাওয়ার আগে অনেক যেতে হবে ঘুমোতে যাওয়ার আগে অনেক যেতে হবে।

0 0 Reply
Trailakya Roy

Trailakya Roy

Jalpaiguri, West Bengal
Close
Error Success