জ্ঞানহীনে দোষ ধরি Poem by MAHTAB BANGALEE

জ্ঞানহীনে দোষ ধরি

Rating: 5.0

তাবৎ দুনিয়ায় আমরাই মানুষ, অন্যের পদক্ষেপের প্রতিটির সূচনায় বুলি ছড়ায় "ওরা গলদ"
যদিও কেউ সঠিক গবেষণায় থাকে তখনও শ্রুতিগোচর হয় "সে মিথ্যে"
আমি কি এখানে অনুরোধ করতে পারি যে, 'আমার মর্জিতে তুমি বাস করো '
তখন হয়ত আমার মিথ্যেগুলো তোমার কাছে সত্য হয়ে ধরা দিবে
তখন হয়ত আমি আরো অনেক দূরে এগিয়ে যেতে পারব
সত্যগুলো আমার হয়েই এগোবে
অথবা আমাকে আমার সত্যের সাথেই থাকতে দাও

ওহে তুমি কেন আমাকে তোমার সারিতে দাঁড়াতে বলছো
কেন তুমি তোমার ধ্যানের সত্যকে আমার উপর ছাপিয়ে দেয়ার চেষ্টা করছো
তোমার জানা সত্যগুলোকে কি একান্তই তোমার করে রাখতে পারছো না
যেভাবে আমি আমার সত্যকে ভালোবাসি তুমিও কি একান্ত ভালোবাসতে পারছো না
হয়ত তোমার জানা সত্যের কাছে আমি অসভ্য
আমি অজাত, লজ্জাহীন নিকৃষ্ট জাত, তোমার সত্যে ঘৃণ্য আমি
তবে আমার জানা সত্য বলছে আমায় - যা তুমি আমার জন্য তৈরী করেছো
আমার জীর্ণ দেহের উপর তোমার সত্যের করারোপ করেছো
যে নীতিতে তুমি গোটা জাহান গিলে খাচ্ছো
যে নীতিতে তুমি এগিয়ে যাচ্ছো আর নিজেকে সত্যের একমাত্র বাহক বলে বেড়াচ্ছো
তাতে তুমি তোমার জানা সত্যে স্বর্গে যেতে পারো তবে আমি নই
তুমি তোমার জানা সত্যে বাঁচতে থাকো তবে আমাকেও আমার জানা সত্যে বাঁচতে দাও
কেন তুমি তোমার উর্দি তোমার সমাজ তোমার নীতিতে আমাকে ঘায়েল করছো
কেন তুমি বিভেদ তৈরিতে মত্ত আমার জানা সত্যে
তাবৎ বিবেকী দুয়ারে জেনে নাও -
'আমরা সবাই মানুষ, মানবতাই আমাদের ধর্ম'
কেন তুমি আমাকে তোমার সেই সত্য শেখাতে চাইছো
যেই সত্য তুমিও অনুসরণ করোনা
আর অনুসরণে দেখাতে থাকো সকলের অজানা ধারা উপধারা

তবে হ্যাঁ জেনে রেখো তুমি -
যুক্তিকতাবাদ নৈতিকতার শেকড় আর নৈতিকতাই মানবতার প্রেমময়ী কুঁড়ি
মানবতা জ্ঞানের মূল ভিত্তি আর জ্ঞানই আপন স্রষ্টাকে জানার শ্রেষ্ট শক্তি

-ভাবানুবাদ

*********
Translated from the bollywood film 'rock star' songs "sada haq"

Wednesday, January 17, 2018
Topic(s) of this poem: inhumanity,rule,world conflicts,wrong vs. right,blindness
COMMENTS OF THE POEM
Mac Che 09 November 2020

لكن نعم ، كما تعلم - العقلانية هي أصل الأخلاق والأخلاق هي برعم الإنسانية المحب الإنسانية أساس المعرفة والمعرفة هي أفضل قوة لمعرفة الخالق - ترجمة عاطفية ممتازة

0 0 Reply
Rus Mer 11 August 2019

অনুবাদ সাহিত্য টা মুগ্ধকর...।

2 0 Reply
Kumarmani Mahakul 07 October 2018

অমানবিক কার্যকলাপ বিষণ্ণতা এনেছে। সব মানুষের মান মান্য করা উচিত। সত্য সঠিক পথে যেতে হবে। আপনি জীবন জয় এই অনুসরণ করতে পারেন। এই কবিতা আশ্চর্যজনক। 10। Inhuman activity brings sadness. All should obey human values. Truth will go in right path. You can follow this to win in life. This poem is amazing.10.

3 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success