দ্বিতত্ত্বে বিভক্ত কান্নার রহস্য Poem by MAHTAB BANGALEE

দ্বিতত্ত্বে বিভক্ত কান্নার রহস্য

Rating: 5.0

যদি কাঁদতে থাকো তুমি তবে শুধু কাঁদো
তুমি জানোনা তোমার হয়ে ঝরছে কিনা
সে অশ্রু বিন্দু
সময়ের পরিক্রমায় তুমি দেখবে হয়তো
তোমার এ কান্না পুরোভাগই ছিল ব্যর্থ
আনন্দঘন অথবা বেদনা বিঁধুর
জীবনের শুরু আর শেষ মুহূর্ত
তুমি পৃথিবীতে এসেছিলে কান্নার ঝড় তোলে নিজেতে
আর অন্যরা আনন্দের উল্লাসে মিষ্টি বিতরণে
যখন চলে যাবে তুমি তখনও কান্না
ঐ অশ্রুবিন্দু অন্যের তোমার হয়ে বেদনায় শোক পাথারে
দু'কান্নার গতি ভিন্নতরে ভিন্ন পথে
দ্বিতত্ত্বে বিভক্ত দু'কান্নার রহস্য
জীবন সংগ্রামে জেনে নাও তুমি কোন ত্বত্তে

Monday, January 29, 2018
Topic(s) of this poem: crying,grief,life and death,philosophical
COMMENTS OF THE POEM
Rus Mer 13 September 2019

দু'কান্নার গতি ভিন্নতরে ভিন্ন পথে দ্বিতত্ত্বে বিভক্ত দু'কান্নার রহস্য জীবন সংগ্রামে জেনে নাও তুমি কোন ত্বত্তে...

1 0 Reply
Kumarmani Mahakul 21 October 2018

It is a beautiful philosophical poem on crying and life and death having touching expression and nice diction. Thank you for sharing dear Mahtab.

2 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success