মানুষই বিবেক তরীর কান্ডারী Poem by MAHTAB BANGALEE

মানুষই বিবেক তরীর কান্ডারী

Rating: 5.0

মানুষের মধ্যে একটি গোষ্ঠী গড়ে উঠে এক মতে এক পথে। ঠিক অন্য গোষ্ঠীরও উত্থান একই ভাবে।পৃথিবীকে ব্যাপ্ত করে আছে অসংখ্য গোষ্ঠী।প্রচলিত আছে আর হচ্ছে অনেক ভিন্ন পথ ও মত। এই বিভিন্ন মত ও পথ গোষ্ঠীগুলোকে পৃথক থাকতে শেখায়।দাম্ভিকতা বাড়ায় নিজেদের মধ্যে। তর্ক বাড়ায় কে কার চেয়ে উত্তম। ভুলে যায় সবাই রক্তে মাংসে গড়া মানুষ। উত্তম জাত কিংবা গোষ্ঠী তর্কে তারা হয়ে পড়ে অন্ধ। বিবেক হীনে হয়ে পড়ে তারা হিংস্র। থাবা দেয় অন্য জীবন সংহারে যদি না মিলে মতবাদের কার্য। সবাই ভুলে যাই সবাই পূর্বানুগামী। এখানে দাম্ভিকতা, বড়াই, গোষ্ঠীতন্ত্রে অহংকার, ইহলৌকিক ধর্মের বর্মে আদর্শিক স্বর্গীয় সবই তাদের বৃথা ধ্যান, নিষ্ফল মতবাদ। এসবে সকলে পশুত্বের আধারে।

উত্তম অধম চেতনা
মানব গোষ্ঠীতে মিছে আর মিছে
সবি তো মানুষের বিবেকী কর্মে
মানুষই বিবেক তরীর কান্ডারী
বিবেক তরীর যাত্রায় সে স্বর্গী বা নরকী

Wednesday, January 31, 2018
Topic(s) of this poem: humanism,self discovery,conscience
COMMENTS OF THE POEM
Sankhajit Bhattacharjee 02 September 2020

very well said.......full credit

0 0 Reply
Kumarmani Mahakul 12 September 2018

উত্তম অধম চেতনা মানব গোষ্ঠীতে মিছে আর মিছে সবি তো মানুষের বিবেকী কর্মে মানুষই বিবেক তরীর কান্ডারী বিবেক তরীর যাত্রায় সে স্বর্গী বা নরকী.......touching expression with nice theme. Beautiful poem shared amazingly.

2 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success