হে আমার প্রিয়তমা বাংলাদেশ Poem by MAHTAB BANGALEE

হে আমার প্রিয়তমা বাংলাদেশ

Rating: 5.0

সহস্র অযুত রক্ত বিন্দু বলে তুমি
উচ্ছেদ আর ধ্বংস বলে তুমি
নিযুত কোটি অশ্রু বলে তুমি
লক্ষ প্রাণের নিস্তেজ নিষ্পাপ দেহ বলে তুমি
হে আমার প্রিয়তমা বাংলাদেশ।

কেন জন্ম নিতে গেলে এভাবে?
কেন তুমি পরিত্যক্ত নিষ্পাপ শিশু হয়ে ভুমিষ্ট হলে?
কেন তুমি জন্ম লগ্নেই অনাথ হলে জনক জননী হীনে?

তুমি ছোট্ট শিশু থেকে আজ মাঝ বয়সে
ভুমিষ্টের পর কত অর্থহীন সংগ্রাম তোমাকে নিয়ে
মনে হয় তুমি আজ বাউণ্ডুলে
তুমি আজো পড়ে আছো নির্বিকার চিত্তে মোহনিদ্রাবিষ্টে
হে আমার প্রিয়তমা বাংলাদেশ।

তোমার জীবন যৌবন কি এভাবে কেটে যাবে?
তুমি কি তোমার অধিকার আদায়ে বিচলিত হবেনা?
তুমি কি খোঁড়া জীবন নিয়ে বার্ধক্যে উপনীত হবে?
কিংবা শেষ যাত্রায় নবী নূহের মতো মহা তরী ভাসাবে?
তুমি নির্বাক নিথর কেন হে আমার প্রিয়তমা বাংলাদেশ?

Wednesday, January 31, 2018
Topic(s) of this poem: patriotism
COMMENTS OF THE POEM
Sankhajit Bhattacharjee 09 October 2020

great creation brother.......10+

0 0 Reply
Kumarmani Mahakul 12 September 2018

' He Amar Priyatama Bangladesh' is a beautiful patriotic poem having stunning expression. The last stanza is much impressive. Thanks for sharing.

2 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success