অন্ধকারে নয় আলোতে এসো Poem by MAHTAB BANGALEE

অন্ধকারে নয় আলোতে এসো

Rating: 5.0

প্রতিবাদ পদত্যাগ হাজারো মিটিং মিছিল একাত্তরের ঘাতকদের
পালননীতির তীব্র সমালোচনা, মৌলবাদী উৎখাত নীতি কত কিছু হচ্ছে।
প্রতিদিন সময় পেরোচ্ছে, দিন আসছে রাত হচ্ছে উষা আসছে
আবার সন্ধ্যা হচ্ছে, সময় যেমন তেমন কাটছে।
এ দিকে প্রত্যেক লিখক কবি সাহিত্যিক ভাষাবিজ্ঞ আরো যারা
উদার প্রাণের মুক্ত চিন্তার মুক্ত কলমীগণ মুক্তিবাণী ছড়াচ্ছে।
তাঁদের সবারই মুক্ত পথে বিষাক্ত গুল্ম কণ্টক পাতানো হচ্ছে
চোখে সরষে ফুল দেখার ভয় বিহ্বলে জীবন যাপিত করতে হচ্ছে।
তাঁদের সকলেরই মুক্ত ধ্যানকে নিমিষেই গ্রাস করছে
অশুভ কালো আঁধারের যারা সঙ্গী,
যারা অপসৃষ্টির হোতা, যারা হিংস্র থাবার সাথী।
তারা কী চায়, কী গড়ে তোলার প্রচেষ্টায়
যারা অনাসৃষ্টির গোঁড়া কারিকর, ঘৃণ্য মানসিকতায় আহ্লাদিত।
জানি তাদেরও জীবনবোধ আছে কল্যানের
তাদেরও স্বাধীন মত প্রকাশের অধিকার আছে
তবু তারা কেন সেটাতে অংশহীনে শৃঙ্খলা জবুথবু করছে?
তাদের মনে রাখা উচিত -অসি আর মসির লীলা এক নয়
একটি বাহুবল অপরটি ধ্যানী শক্তি আর মসিতেই কল্যাণী।
তাদের বলি যারা হিংস্র থাবার সাথী - তোরা যদি পারিস তোরাও
তোদের তর্ক তোদের মত প্রকাশ কর এ স্বাধীন দেশে ন্যায় যুক্তিতে
তোরা ন্যায়ের ভেক ধরে মুক্ত প্রাণের অধিকারীকে করবিনা জ্বালাতন
নইলে তোদের ঘায়েল করবে সকল বরেণ্য মুক্ত সাহসী কলমী লিখন!

-০৫/০৩/০৪

Tuesday, February 13, 2018
Topic(s) of this poem: come back,lights,right
COMMENTS OF THE POEM
Rus Mer 15 September 2019

তোরা ন্যায়ের ভেক ধরে মুক্ত প্রাণের অধিকারীকে করবিনা জ্বালাতন নইলে তোদের ঘায়েল করবে সকল বরেণ্য মুক্ত সাহসী কলমী লিখন! nice protest with rich expression

1 0 Reply
Kumarmani Mahakul 28 October 2018

তাদের বলি যারা হিংস্র থাবার সাথী - তোরা যদি পারিস তোরাও তোদের তর্ক তোদের মত প্রকাশ কর এ স্বাধীন দেশে ন্যায় যুক্তিতে তোরা ন্যায়ের ভেক ধরে মুক্ত প্রাণের অধিকারীকে করবিনা জ্বালাতন নইলে তোদের ঘায়েল করবে সকল বরেণ্য মুক্ত সাহসী কলমী লিখন! ......nice poetic expression with nice theme. A beautiful touchingly delineated.

2 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success