আগুন ও বরফের কথা ।। রবার্ট ফ্রস্ট
বাঙলায়ন: রহমান হেনরী
- - - - - - - - - -
কেউ কেউ বলে, এই দুনিয়া ছারখার হবে পুড়ে,
কেউ কেউ বলে ধ্বংস হবে, বরফ-চাপা'র ফলে।
জানতে কি চাও, কোন বাসনা আমার হৃদয় জুড়ে?
আগুন! আগুন! করছে যারা; আমি তাদেরই দলে।
কিন্তু যদি পুনর্জন্মে, দ্বিতীয়বারও ধ্বংস-যজ্ঞ চলে,
মনে হয়, আমি বলবো না, তুমি যত প্রলোভন ঢালো,
জীবন ও জগত অবসান হতে হলে
বরফই অনেক ভালো
বরং, আমি তো চেঁচিয়ে উঠবো, 'অনেক হয়েছে' ব'লে।
@ Rahman Henry
??? ??? ???, ?? ?????? ?????? ??? ????, ??? ??? ??? ????? ???, ???-????'? ???? ????? ?? ???, ??? ????? ???? ???? ????? ????! ????! ???? ????; ??? ?????? ???? ?????? ??? ??????????, ??????????? ?????-???? ???, ??? ??, ??? ???? ??, ???? ?? ??????? ????, ???? ? ??? ????? ??? ??? ???? ???? ???? ???, ??? ?? ??????? ????, '???? ?????' ?'???
???? ? ??? ????? ??? ??? ???? ???? ???? ???, ??? ?? ??????? ????, '???? ?????' ?'?? /// excellent
great 10++++++++++++++++++++++++++++++++++++++